মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫, ০৭:০০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

নুর হোসেন মিয়া, মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী৷ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে৷ শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা দ্রুতগতির পিকআপ তাদের ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা এক নারী গুরুতর আহত হয়েছেন৷ তারও বেচে থাকার সম্ভাবনা কম।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন জানান, জোরারগঞ্জ বিশ্বরোড আরাফাত হোটেলের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ ঘটনাস্থলে পুলিশের টিম যাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

Link copied!