রায়গঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫, ০৫:৪১ পিএম

একরামুল হক, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি বায়েজিদ আকন্দকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গুনগাতী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বক্তব্যের বিষয়টি শোনার পর কোনো জবাব না দিয়ে ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও আর রিসিভ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাটির তদন্তে নতুন করে গতি এসেছে। ইতোমধ্যে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই চলছে।

ভুক্তভোগীর চাচা ইমরান হোসেন বাবলু বলেন, “আমরা অবশেষে কিছুটা স্বস্তি পেয়েছি। এখন আমরা আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাই।”

এদিকে স্থানীয় সচেতন মহল ও নারী অধিকার সংগঠনগুলো ধর্ষণ মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই ঘটনায় যেভাবে সমাজের প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তা একটি বিপজ্জনক দৃষ্টান্ত।"

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। আইনের বাইরে কেউ নয়। আমরা নিশ্চিত করছি, তদন্তের ভিত্তিতে দ্রুত চার্জশিট দেওয়া হবে।”

Link copied!