হাতিয়ায় অসুস্থ শফিকের পাশে 'তারুণ্যের বন্ধন', চায়ের দোকান করে দিল স্বেচ্ছাসেবী সংগঠন

মামুন রাফী , নোয়াখালী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:৪৪ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। কঠিন অসুখে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়াই করছিলেন মোহাম্মদ শফিক। দীর্ঘদিন রোগভোগে কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন তিনি। এমন সময় পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের বন্ধন’ ভালোবাসা ও মানবতার অসাধারণ উদাহরণ স্থাপন করে।

হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের খবির মার্কেট বাজারে শফিকের জন্য সংগঠনটির পক্ষ থেকে একটি চায়ের দোকান তৈরি করে দেওয়া হয়েছে। দোকানটির ভাড়া, সাজসজ্জা, ও প্রয়োজনীয় সব পণ্য, যেমন চা পাতা, বিস্কুটসহ অন্যান্য দ্রব্য, সংগঠনের সদস্যরা মিলে কিনে দিয়েছেন।

এই মানবিক উদ্যোগে মুখ্য ভূমিকা পালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের মোহাম্মদ সোহাগ এবং সাইফুল ইসলাম। পুরো উদ্যোগে সহযোগিতা করেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা আরো বলেন, ‘তারুণ্যের বন্ধন’-এর এই ছোট্ট উদ্যোগ প্রমাণ করেছে, মানবতার মূল্য টাকায় নয়, মন থেকে আসে। চায়ের দোকানটি শুধু রোজগারের পথ নয়, বরং শফিকের জীবনে ফিরিয়ে এনেছে নতুন ভোর, নতুন সাহস, নতুন জীবন।

রোগী মোহাম্মদ শফিক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, এই দোকানের মাধ্যমে আমি ভিক্ষা করা থেকে রক্ষা পেয়েছি। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে তারুণ্যের বন্ধন। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ।

সংগঠনের উপদেষ্টা ও সামাজিক সংগঠক মাষ্টার মোহাম্মদ আবুল কাশেম বলেন, তারুণ্যের বন্ধন সবসময় মানবিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এই উদ্যোগ সমাজে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে।

সংগঠনের সভাপতি ডা. আলী আজগর বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হলো আর্তমানবতার সেবা করা। শফিক ভাইয়ের পাশে দাঁড়াতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব জানান, শফিক ভাই দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। মানবিক দায়িত্ব থেকেই আমরা এগিয়ে এসেছি, আর সবার সহযোগিতায় তা বাস্তবে রূপ পেয়েছে।

দোকানটির উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। সবাই একসঙ্গে “মানবতার জয় হোক” স্লোগানে মুখর করে তোলেন উদ্বোধনস্থল।

সংগঠনের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় শফিক, উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

Advertisement

Link copied!