নির্বাচন বিরোধীরা সন্ত্রাসী হামলা করেছে কিনা খতিয়ে দেওয়া উচিত: আমীর খসরু

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনের বিরোধী, তারা কী চট্টগ্রামে সন্ত্রাসী হামলা ঘটিয়েছে এবং সন্ত্রাসীদের সহযোগিতা করছে কি না; এই প্রশ্ন উড়িয়ে দেওয়া যায় না।

আজ শুক্রবার সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী চট্টগ্রাম-৮ এর এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

খসরু বলেন, যারা নির্বাচন চাইছে না এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা কী প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা করেছে এবং ষড়যন্ত্র করছে, তা খতিয়ে দেখা উচিত। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সাহসী এবং অতীতে এর চেয়েও খারাপ পরিস্থিতি মোকাবেলা করেছে। জনগণ যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে দেখতে চায়, তবে এই ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে।

খসরু আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ারও আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের দল এবং নির্বাচনী প্রচারণা চালানোর ক্ষেত্রে তাদের কোনো ভয় নেই, কারণ জনগণই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

Link copied!