সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৫৭ পিএম

মোঃ রাশেদ মিয়া, সারিয়াকান্দি: বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। নানা আয়োজনে দিবসটি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

শুক্রবার সকাল ৬টায় পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা।

এ উপলক্ষে পৌর বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় মসজিদ মোড়ে এসে পথসভায় মিলিত হয়। পরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা কেন্দ্রীয় মসজিদ মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য ও পুনরায় মনোনীত এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হিরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি ও রুবেল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে জিয়াউর রহমানের আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Link copied!