গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে স্বাধীনতা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি শেষে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, জেলা বিএনপির উপদেষ্টা এম.এ. মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, জামিউল ইসলাম জমু, নাহমুদুল হক রাসেল, আরাফাত উল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ. গোফফার মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সদস্য সচিব সোলাইমান ইসলাম লিচু, উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মণ্ডল রিয়াল, সদস্য সচিব হারুনুর রশিদ, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি আরমান মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এদিন সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে উদ্ভাসিত এই বিপ্লবের চেতনা আজও গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস।"
বক্তারা আরও বলেন, "আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।"
আপনার মতামত লিখুন :