জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: মনোহরদীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০৮ পিএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মনোহরদীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় এই র‍্যালি মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড, কলেজ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী কলেজ রোডে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সম্ভাব্য মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এবং মনোহরদী পৌরসভা, চালাকচর, খিদিরপুর, একদুয়ারিয়া সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতীয় বিপ্লবের মাধ্যমে সিপাহীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করে দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন। ৮ কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি একটি সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন।”

বক্তব্য শেষে মনোহরদী কলেজ রোডের মাথায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Link copied!