শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

শুক্রবার বিকেলে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৭ই নভেম্বর উপলক্ষ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ান জননেতা মাস্টার আব্দুল ওয়াহেদ।

সাবেক ছাত্রনেতা ও পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান আজীবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ই এলাহী মুন্না, সাবেক উপজেলা যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু, শ্যামনগর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশিদ।

প্রধান অতিথি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, দলকে সুসংগঠিত করে রাষ্ট্রনায়ক তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তাঁরা বিএনপি’র জন্মলগ্ন থেকে দলের দুঃসময়ে কাজ করে এসেছেন এবং অনেক মামলা-হামলার শিকার হয়েছেন। এখন দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সরকার গঠনে সার্বিক সহযোগিতা করার সময় এসেছে।

আলোচনা সভায় বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ নাজমুল হক।

Link copied!