বোরহানউদ্দিনে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৮:২৩ পিএম

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে শুক্রবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা বিএনপি। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সরোয়ার আলম খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মো. মঞ্জুরুল আলম ফিরোজ, যুগ্ম আহবায়ক কাজী মো. শহিদুল হক নাসিম, সদস্য সচিব কাজী মো. আযম, পৌর বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন বাচ্চু, যুবদলের আহবায়ক মো. শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব মো. জসিমউদ্দীন খাঁন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন শিকদার, সদস্য সচিব আতিক ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক মো. ফাহিম সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতীয় জীবনে এই দিনটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। এই দিনটি আগে সরকারি ছুটি ছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার এসে সেই ছুটি বাতিল করে।

তারা আরও বলেন, ভোলা ২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমকে দল থেকে মনোনয়ন দিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করে ধানের শীষ প্রতীককে বিজয়ী করব ইনশাআল্লাহ।

Link copied!