ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের সরানোর জন্য সাইবার আক্রমণ হচ্ছে: ফয়েজ আহমদ তৈয়্যব

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫, ০৯:১০ পিএম

দেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টার ব্যাপার আমাদের নজরে এসেছে।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের কিছু বড় আইএসপি বা গোষ্ঠী নিয়মিতভাবে ছোট অপারেটরদের নেটওয়ার্কে ডিডস (Distributed Denial of Service) আক্রমণ চালাচ্ছে। এসব আক্রমণের কারণে অনেক ক্ষুদ্র ইন্টারনেট সেবাদাতা ঘণ্টার পর ঘণ্টা তাদের নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

 এ ধরনের আক্রমণের লোড অনেক সময় ৫০০ থেকে ৭০০ গিগাবিট পর্যন্ত পৌঁছায়, যা ছোট আইএসপির পক্ষে মোকাবিলা করা প্রায় অসম্ভব। এর ফলে তারা গ্রাহক হারাচ্ছেন, আর বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিডস আক্রমণ হলো এক ধরনের সাইবার হামলা, যার উদ্দেশ্য কোনো ওয়েবসাইট, সার্ভার বা অনলাইন সেবা অচল করে দেওয়া। এতে একজন আক্রমণকারী অসংখ্য কম্পিউটার বা ডিভাইস (যেগুলো আগে থেকেই ভাইরাস বা ম্যালওয়্যারে আক্রান্ত) ব্যবহার করে একটি নির্দিষ্ট সার্ভারে একযোগে বিপুল পরিমাণ অনুরোধ পাঠায়।

 এর ফলে সার্ভারের ট্রাফিক অস্বাভাবিকভাবে বেড়ে যায়, সেটি ধীরগতির হয়ে পড়ে, এবং শেষ পর্যন্ত অনেক সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ফয়েজ আহমদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ন্যাশনাল আইএসপি কোম্পানিগুলোর কেউ কেউ নতুন টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্সিং এর ভুল ব্যাখ্যা করে ছোট আইএসপিগুলোর অস্তিত্ব থাকবে না বা এমন ভয় দেখিয়ে একোয়ার (দখল) করার চেষ্টা করছে, এই প্রক্রিয়াটিকে আমরা অপরাধ হিসেবে গণ্য করছি।’

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, নতুন টেলিকম লাইসেন্স নীতিমালায় সুস্পষ্টভাবে বলা আছে যে, ছোট আইএসপিগুলো বর্তমানের অপারেটিং এরিয়ার পাশাপাশি পুরো জেলায় কার্যক্রম চালাতে পারবে। তিনি লিখেছেন, ‘আমরা তাদের কাজের ক্ষেত্রকে সম্প্রসারণের সুযোগ দিয়েছি। পাশাপাশি আইএসপি নবায়নের ক্ষেত্রে ন্যাশনাল আইএসপি পর্যায়ে লাইসেন্স ফি কিছুটা বাড়িয়ে তা দিয়ে জেলা (উপজেলাসহ) পর্যায়ের লাইসেন্সকে কিছুটা কম্পেন্সেট করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি।’

Link copied!