শ্রীপুরে ৩ ডাকাতসহ ১২ জন গ্রেফতার

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৫, ০৯:৪৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে শুক্রবার (৮ নভেম্বর) রাতে মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ডাকাতসহ বিভিন্ন ওয়ারেন্ট ও পরোয়ানাভুক্ত ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং পরোয়ানাভুক্ত আসামিদের শনিবার সকালে পুলিশের পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও সমাজের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!