গাজীপুর মহানগরের পূবাইল থানার খোরাইদ জয়নগর এলাকায় অবিশ্বাস ও পারিবারিক কলহের জেরে এক স্ত্রী ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে মারাত্মক জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার ভোরে এ ঘটনাটি ঘটে।
আহত স্বামী মো. আকাশ (২৫) পেশায় সাপুড়ে। তিনি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দ্বিতীয় স্ত্রী মিম আক্তার (১৭)-কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে স্বামী আকাশ ঘুমিয়ে থাকার সময় স্ত্রী মিম ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। এতে আকাশ গুরুতর জখম হন, তবে অঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি।
পরিবারের সদস্যদের দাবি, প্রেমের সম্পর্ক থেকে তাদের বিয়ে হলেও বিয়ের পর থেকেই মিম সন্দেহ করতেন আকাশ প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই সন্দেহ থেকেই তিনি এ নৃশংস কাজটি করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর স্থানীয় নারীরা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মিমকে মারধর করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পূবাইল থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও সন্দেহ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :