শিক্ষা কেবল পাঠ নয়, এটি চরিত্র, মনন ও মানবতার বিকাশের পথ। একজন সত্যিকারের গবেষক সে-ই, যার কাজ সমাজে পরিবর্তনের আলো ছড়ায়, মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, দেশের কৃষি বিজ্ঞানে অগ্রগতি আনতে হলে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে গবেষণায় মনোনিবেশ করতে হবে। আগামী প্রজন্মের হাতে কৃষিকে আরও আধুনিক ও টেকসই করে গড়ে তোলার অঙ্গীকারেই গাকৃবি কাজ করছে।
রোববার (৯ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অটাম ২০২৫ সেশনের এমএস ও পিএইচডি প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের কৃষি ও কৃষি-প্রাধান্যসম্পন্ন ১৩টি বিশ্ববিদ্যালয় থেকে আগত মোট ৭৬ জন নবীন শিক্ষার্থী (এমএস ৬৬ ও পিএইচডি ১০ জন) এ অনুষ্ঠানে অংশ নেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই অরিয়েন্টেশনে নবীন গবেষকরা কৃষির উন্নয়ন, প্রযুক্তিনির্ভর গবেষণা ও সমাজে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।
অন্য বক্তারা বলেন, গাকৃবি শুধু গবেষণার ক্ষেত্র নয়, এটি একটি মূল্যবোধভিত্তিক শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক সবাই মিলে দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষি উন্নয়নের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষাংশে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গবেষণাগার ও আবাসিক সুবিধা পরিদর্শন করেন। পুরো অরিয়েন্টেশন অনুষ্ঠানটি ছিল উদ্দীপনা, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ স্বপ্নে উজ্জ্বল, যেখানে উচ্চশিক্ষা ও মানবিক দায়িত্ববোধ মিলেমিশে তৈরি করেছে টেকসই কৃষির আগামী।
আপনার মতামত লিখুন :