গাজীপুর সাংবাদিক ইউনিটির আনন্দ ভ্রমণ কক্সবাজারে

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

 গাজীপুর সাংবাদিক ইউনিটির এক বছর পূর্তি উপলক্ষে আনন্দভ্রমণে সদস্যরা কক্সবাজারে পৌঁছেছে। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর শিববাড়ি মোড় থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় সাংবাদিক ইউনিটির সদস্যরা। রবিবার (৯ নভেম্বর) সকালে সমুদ্রতীরের শহর কক্সবাজারে পৌঁছে তারা স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে উঠেন। সেখানে কয়েকদিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক ও সাংগঠনিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সী-বীচের বিভিন্ন পয়েন্টে সদস্যদের অংশগ্রহণে হবে গেমস, সাংস্কৃতিক অনুষ্ঠান, মতবিনিময় সভা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা সভা। গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. হাইউল উদ্দিন খান আনন্দযাত্রার শুরুতে বলেন,এই আনন্দ ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়, এটি আমাদের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও শক্তিশালী করবে। আমরা সবার দোয়া চাই যেন সফরটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সবাই সুস্থভাবে গাজীপুরে ফিরে এসে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারি।

সফরসঙ্গী ও প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন বলেন, গাজীপুর সাংবাদিক ইউনিটির এই একতাবদ্ধ পদচারণা আমাদের সাংবাদিক সমাজের শক্তির প্রতীক। আমরা কাজের পাশাপাশি বিশ্রাম ও বন্ধুত্বের এই মুহূর্তগুলো উপভোগ করবো,এতে আমাদের কর্মস্পৃহা উদ্যম আরও বাড়বে। এছাড়াও সফরে উপস্থিত নাসির উদ্দিন, আবু সালেক ভূইয়া,মোবারক হোসেন রনি,সারোয়ার আলম, আব্দুল আলী, শামীম হোসেন, ডাহিয়াতুল দোলন তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন,আমরা চাই এই আনন্দ ভ্রমণ সবার জীবনে আনন্দ, বন্ধন ও অনুপ্রেরণার নতুন অধ্যায় যোগ করুক।

দীর্ঘ পথের যাত্রা নিরাপদ ও শান্তিময় হোক,এই প্রার্থনাই করছি। ভ্রমণের উদ্বোধনী পর্বে সবাই সংগঠনের সাফল্য কামনা করে দোয়া করেন। যাত্রাপথে ও ফিরে আসতে  নিরাপত্তা ও সদস্যদের সুবিধার বিষয়টি নিশ্চিত করতে বিশেষ টিম গঠন করা হয়েছে। গাজীপুর সাংবাদিক ইউনিটির সদস্যরা আশা প্রকাশ করেছেন,এই আনন্দ ভ্রমণ শেষে সবাই যেন সুন্দর সহিসালামতে ফিরে এসে সাংবাদিকতার মহান দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান হতে পারি। সকলের দোয়া ও সহযোগিতায় গাজীপুর সাংবাদিক ইউনিটির কক্সবাজার আনন্দভ্রমণ সফল হোক এই শুভ কামনাই রইল।

 

Advertisement

Link copied!