ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আইনজীবী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার আলীয়াবাদ গোল চত্বর থেকে বাঙ্গরা বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। আয়োজকরা বলেন, এটি নবীনগরে সর্ববৃহৎ মানববন্ধন।
এ কর্মসূচির আয়োজন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা। অংশগ্রহণকারীদের দাবি, উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ এবং কয়েকশ নারী এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন নবীনগর পৌর বিএনপির সভাপতি আবু সাঈদ, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মাইন উদ্দিন মাঈনু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এম এ মান্নান এলাকায় সক্রিয় ছিলেন না এবং মাঠে কাজ করেননি। তাঁদের দাবি, ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দিতে হবে।
জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বলেন, ‘বিষয়টি নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়নি। ঘোষিত প্রার্থীকে নবীনগরের মানুষ ইতিমধ্যে মানববন্ধনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।’
সাবেক মেয়র মাইনুউদ্দিন বলেন, ‘এই আসনে তাপসের বিকল্প কোনো নেতাকে এখনো প্রস্তুত করতে পারেনি বিএনপি। দ্রুত প্রার্থী পরিবর্তন করা প্রয়োজন।’
আপনার মতামত লিখুন :