ভালুকায় জমি নিয়ে বিরোধ, হামলায় আহত ১

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ পিএম

আল আমিন, ভালুকা: ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় বাপ্পি মিত্র নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার (৫ নভেম্বর) উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে শনিবার (৮ নভেম্বর) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে মৃত অনিল মিত্রের দুই ছেলে সুবোধ মিত্র ও প্রমোদ মিত্র, সুবোধ মিত্রের ছেলে নিলয় সজিব মিত্র জয়সহ পার্শ্ববর্তী শিবগঞ্জ এলাকার শাহীন মিলে বাপ্পিদের জমির উপর খুঁটি পুঁতে বেদখলের চেষ্টা করে। এসময় বাপ্পি ঘটনাটি টের পেয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তার উপর অতর্কিত হামলা চালায়। বাপ্পির হাতে থাকা একটি ডায়মন্ডের আংটি খুলে নেয় দুর্বৃত্তরা। এসময় বাপ্পির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা বাপ্পিকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগীর পরিবার জানায়, এর আগে অভিযুক্তরা তাদের জমি কৌশলে খারিজ বাতিলের আবেদন করলে সহকারী কমিশনার (ভূমি), ভালুকা, কাগজপত্র যাচাই করে বাপ্পিদের পক্ষে রায় দেন। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পেশিশক্তির প্রভাব খাটিয়ে জমি জোরপূর্বক বেদখলের পাঁয়তারা চলমান রেখেছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Link copied!