রায়গঞ্জে বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম

একরামুল হক, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কলেজের স্বেচ্ছায় অনুপস্থিত ও সাময়িক বরখাস্তকৃত উপাধ্যক্ষ এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। ভুয়া বিল–ভাউচার তৈরি, সরকারি তহবিল আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কর্মকাণ্ডে তিনি জড়িত। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে মামলা চলমান রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই, কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক। যারা কলেজের মর্যাদা নষ্ট করে, তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।”

এ সময় বক্তারা লুৎফর রহমান শেখের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং স্থায়ী বহিষ্কারের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত ওই অধ্যক্ষের দ্রুত তদন্তসাপেক্ষে বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!