নড়িয়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৪:৪৯ পিএম

এম এ জব্বার, নড়িয়া: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) উপজেলার ঘড়িষার বাজার ও মোক্তারেরচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঘড়িষার ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের মোক্তারেরচরের আঃ রাজ্জাক উকিল।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুন হাসান জানান, সোমবারে  পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর  সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Link copied!