আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের প্রার্থী মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীনের পক্ষ থেকে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখতে গোদাগাড়ী উপজেলার মাদারপুরে এক নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদারপুর এলাকার বিএনপিনেতা মোঃ নওশাদ আলীর খামারবাড়ি প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির সভাপতি মোঃ নওশাদ আলী।
সমাবেশে মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন বলেন, “আমি যেমন শতভাগ নিশ্চিত ছিলাম মনোনয়ন পাবো, ঠিক তেমনই শতভাগ নিশ্চিত আমি নির্বাচনে বিজয় লাভ করবো। আগামীতে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচনে সারাদেশে বিএনপি বিজয় অর্জন করবে এবং সরকার গঠন করবে।”
তিনি আরও বলেন, “আমি রাজশাহীর তানোর-গোদাগাড়ীর মানুষের ভালোবাসায় সিক্ত। জনগণই আমার শক্তি। আমি ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো এবং তানোর গোদাগাড়ীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো।”
সভায় সভাপতির বক্তব্যে মোঃ নওশাদ আলী বলেন, “বিএনপির কর্মীরা আজ রাজপথে, মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করছে। জননেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে আছি এবং থাকবো।”
এসময় গোদাগাড়ী পৌরসভার জিসাসের সভাপতি মো. মিনহাজুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মিল্টনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :