টঙ্গীতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এক কিশোরের কবজি বিচ্ছিন্ন

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:৫৮ পিএম

গাজীপুরের টঙ্গীতে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে এক কিশোরের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে। রবিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার ৫৬ নম্বর ওয়ার্ডের আমজাদ আলী গার্লস স্কুল রোডের ডায়মন্ড টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

এই বিষয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন— মহিন (২১), জয় (২২) ও অস্ত্র মামলার সদ্য জামিনপ্রাপ্ত আসামি শাহরিয়ার সৈকত (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী বাজার ভরান এলাকার কিশোর গ্যাং সদস্য মহিন (২১), জয় (২২) ও শাহরিয়ার সৈকত (২৬) নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষ দলের সদস্য তাসিন (১৯), আবির (১৯) ও সিয়াম (১৮) গুরুতরভাবে আহত হয়।

আহত তাসিন, যিনি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী, তার ডান হাতের কবজি ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম হাতে গভীর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

টঙ্গী পূর্ব থানার ওসি জানান, সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।

টঙ্গী পূর্ব থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত কিশোর গ্যাং সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই আসামিরা আইনের আওতায় আসবে।

Advertisement

Link copied!