গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে আনাস বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। আজ দুপুরে স্থানীয়রা বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল বারিক পিপিএম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি চার দিন আগে মারা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, শিশুটির মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আপনার মতামত লিখুন :