মইন আল হোসাইন, সোনারগাঁও: সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, দেশের বিরুদ্ধে এখনো নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকেই পুনরায় ক্ষমতায় আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের কাঁচপুরে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম এ কথা বলেন।
র্যালিতে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিকসহ দলীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :