কালিহাতীতে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিনের গণসংযোগ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৮ পিএম

মনির হোসেন, কালিহাতী: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন গণসংযোগ ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন। সোমবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরো, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Link copied!