১৩ নভেম্বর পূবাইলে কোনো নিষিদ্ধ তৎপরতা স্থান পাবে না—ওসি মোল্লা মো. খালিদ হোসেনের কঠোর হুঁশিয়ারি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:১৭ পিএম

আ'লীগের নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচি ঘিরে গাজীপুরে জারি হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পূবাইল থানা এলাকায় গড়ে তোলা হয়েছে নিচ্ছিদ্র আইনশৃঙ্খলা বেষ্টনী। মঙ্গলবার (১১ নভেম্বর)রাত থেকেই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন মঙ্গলবার রাতেই সাংবাদিকদের বলেন, ১৩ নভেম্বর পূবাইলে কোনো নিষিদ্ধ তৎপরতা স্থান পাবে না। নিষিদ্ধ কর্মসূচি ঘিরে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,আমরা নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। সাদা পোশাকের পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, বাজার, টার্মিনাল ও জনবহুল স্থানে রয়েছে চেকপোস্ট। কোনো গুজব বা উসকানিতে কেউ বিভ্রান্ত হলে ছাড় দেওয়া হবে না।পুলিশ সূত্রে জানা গেছে, থানা এলাকায় টহল জোরদার করা হয়েছে ও সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের তল্লাশি চলছে রাতভর। পাশাপাশি এলাকায় চলছে নিয়মিত মহড়া ও গোয়েন্দা নজরদারি।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানিয়েছেন, পুলিশের এমন সক্রিয় উপস্থিতিতে এলাকায় স্বস্তি ফিরেছে। জনগণের মধ্যে নিরাপত্তা সচেতনতা বেড়েছে বলেও তারা মত প্রকাশ করেছেন।ওসি মোল্লা মো. খালিদ হোসেনের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই এখন আমাদের একমাত্র অগ্রাধিকার।

Advertisement

Link copied!