গাজীপুরের স্বপ্ন গড়ে তুলতে তরুণরাই আমার শক্তি : ড. হাফিজুর রহমান

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ পিএম

গাজীপুর-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেছেন, গাজীপুরের স্বপ্ন গড়ে তুলতে তরুণরাই আমার শক্তি। স্বনামধন্য সামাজিক সংগঠন ইউনিটি অব থাউজ্যান্ডস আয়োজিত তরুণদের বিশেষ অনুষ্ঠান ‘মিট দ্য জেন জি উইথ ড. হাফিজুর রহমান"এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার বিকালে টঙ্গীর চেরাগ আলী ফ্রেন্ডস থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত এ মিলনমেলায় আগাম রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেন ১২০ জন তরুণ-তরুণী।

তিনি বলেন, নির্বাচিত হলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, বাসযোগ্য ও প্রযুক্তিনির্ভর আধুনিক গাজীপুর গড়ে তোলা হবে। ভবিষ্যৎ গাজীপুর নির্মাণে তার অঙ্গীকারের মধ্যে রয়েছে,শ্রমিকদের জন্য পৃথক নিরাপদ আবাসন, শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন কম্পিউটার ল্যাব,শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ব্যবহারের নিশ্চয়তা,কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার,আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা,তুরাগ নদকে দূষণমুক্ত ও জনবান্ধব রূপে ফিরিয়ে আনা,মাদক নির্মূল ও সামাজিক নিরাপত্তা জোরদার।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মানুষ যত বড় স্বপ্ন দেখে, বিশ্ব তার চেয়েও ছোট। তাই বড় স্বপ্ন দেখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং হতাশ হওয়া যাবে না। ১২০ জন তরুণের নানা প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের মেধাবীরা দেশ ছাড়ে। আমরা এমন নিরাপদ পরিবেশ গড়ব যেখানে তরুণরা স্বপ্ন দেখবে, কাজ করবে ও বিনিয়োগে বিপ্লব ঘটাবে।

তিনি জানান, তার নির্বাচনী পথচলার মূল শক্তি তরুণরাই—তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিই ভবিষ্যৎ গাজীপুরকে বদলে দেবে। অনুষ্ঠানে গাজীপুর-৬ আসনের গাছা ও টঙ্গী এলাকার রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!