গাজীপুরের গাছা এলাকার জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমি মাঠ পরিণত হয় তরুণদের মিলনমেলায়। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের ঢল নামে চারদিকে। উচ্ছ্বাসে ভরা এই আয়োজনে ব্রাদার্স একাদশ ও ফ্রেন্ডস ক্লাবের মধ্যকার শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ট্রাইবেকারে ১ু০ গোলে চ্যাম্পিয়ন হয় ফ্রেন্ডস ক্লাব। রানার্স আপ ব্রাদার্স একাদশ।
ফাইনাল খেলার প্রধান অতিথি গাছা মেট্রোপলিটন থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া তরুণদের উদ্দেশে বলেন,রাজনীতির চেয়ে মাঠই তরুণদের প্রকৃত শক্তি গড়ে তোলে। তরুণরা যখন মাঠমুখী হয়, তখন সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নাই।
তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি খেলাধুলার উন্নয়নে নিবেদিত একজন সত্যিকারের ক্রীড়াবন্ধু। তাঁর স্মরণে এমন আয়োজন তরুণদের এগিয়ে নেওয়ার বড় অনুপ্রেরণা।
শাহীন মিয়া জানান, ১৬টি দলের অংশগ্রহণে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। নিয়মিত এমন উদ্যোগ হলে গাজীপুরের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ আরও বাড়বে। ফাইনাল শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। দর্শকদের করতালি, খেলোয়াড়দের আবেগ ও বন্ধুত্বের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।
প্রধান অতিথির বক্তব্যেই ফুটে ওঠে মূল বার্তাড়্গাজীপুরের তরুণদের শক্তি, সম্ভাবনা ও সাফল্যের নাম খেলাধুলা; আর সেই শক্তিকে জাগ্রত রাখতে নিয়মিত মাঠমুখী আয়োজনই সবচেয়ে কার্যকর পথ।
আপনার মতামত লিখুন :