গাজীপুর- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর নায়েবে আমির মোঃ হোসেন আলী বলেছেন, শ্রমিকরা দেশের উৎপাদনশীলতা ও অগ্রগতির ভিত্তিমূল। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়েই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট(ব্রী) সহ প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণই আমাদের অঙ্গীকার।
শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) শ্রমিক ইউনিটের উদ্যোগে সাধারণ সভা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রি'র তিনসড়ক এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হোসেন আলী আরও জানান, সংগঠনের কর্মীরা সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকলে শ্রমিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং দাবি আদায় সহজ হবে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
২৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম নজিব, শেখ শাহজালাল, এমারত হোসেন মাস্টার ও শ্রমিক নেতা আজগর আলী। অনুষ্ঠানে ব্রি শ্রমিক ইউনিটের চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এবং শ্রমিক সংগঠনকে আরও গতিশীল ও কর্মক্ষম করতে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
আপনার মতামত লিখুন :