কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরের টাউনহল মাঠে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তাক মিয়া।
এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল—‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা ডায়াবেটিকস সমিতির উদ্যোগে টাউনহল মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। ব্যানার-ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা নিয়ে র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগিচাগাঁও ডায়াবেটিকস হাসপাতালে গিয়ে শেষ হয়।
এরপর হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে রক্তে গ্লুকোজ পরীক্ষা করা হয়। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও জীবনযাত্রা-পরিবর্তন সংক্রান্ত নির্দেশনা দেন সমিতির চিকিৎসকরা।
আয়োজকরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে সকলকে আরও সচেতন করা এবং প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :