মো: জসিম মুন্সী, টুঙ্গিপাড়া: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় পত্রিকার উপজেলা প্রতিনিধির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
আলোচনা সভায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি জসিম মুন্সির সভাপতিত্বে পুলিশের ডিএসবি শাখা টুঙ্গিপাড়ার উপপরিদর্শক (এসআই) ইয়াসির হাওলাদার, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন,বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, আজকের পত্রিকার প্রতিনিধি সজল সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাভিশন টিভির প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি নাজিরুল শেখ, দৈনিক জনতার খবরের প্রতিনিধি মোঃ রাকিবুজ্জামান, দৈনিক সকালের বার্তার প্রতিনিধি রোমান মোল্লা সহ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকাটি দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আগামীতেও টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সহ সারা দেশের খবর তুলে ধরবে সেই আশা করি। দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বক্তারা। সেই সঙ্গে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
আলোচনা সভা শেষে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আপনার মতামত লিখুন :