বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন - আনিসুল হক

মোঃ আঃ মান্নান , হাওর অঞ্চল (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:২১ পিএম

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, হাওরবাসীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরি ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ধানের শীষে ভোট দিন।

শনিবার বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নতুন বাজার এলাকায় ধানের শীষের পক্ষে আয়োজিত উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে আমরা বদ্ধপরিকর। কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি উন্নয়ন, সুষ্ঠু শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গড়াই আমার মূল প্রতিশ্রুতি। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে হাওরাঞ্চলে স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হবে। তাই পরিবর্তন ও অধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করতে ধানের শীষে ভোট দিন।

তিনি আরও বলেন, হাওরবাসীর উন্নয়নই আমার রাজনীতির কেন্দ্রবিন্দু। অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও আপনাদের সঙ্গে নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো সুনামগঞ্জ-১ আসনকে একটি আধুনিক ও উন্নত এলাকায় রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুজ্জামান এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জামাল তালুকদার। যৌথ সঞ্চালনায় ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমিজ উদ্দিন তালুকদার।

উঠান বৈঠকে নারী নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!