রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে: বেনজীর আহমেদ টিটু

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:২২ পিএম

মনির হোসেন, কালিহাতী: রাজনীতি মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত উল্লেখ করে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু বলেছেন, শুধু রাজনীতি করলেই হবে না, দেশের কথা ভাবতে হবে। জনগণের জন্য কাজ করতে হলে জনগণের ভাবনা ভাবতে হবে।

শনিবার বিকেলে সল্লা ইউনিয়ন বিএনপির আয়োজনে বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এসব কথা বলেন।

তিনি বলেন, "আমরা জনগণের রাজনীতি করি, জনগণকে নিয়েই নির্বাচন করব। আপনাদের কাছে এসেছি। আপনাদের সঙ্গেই থাকতে চাই। এখনো অনেক কাজ বাকি আছে।"

তিনি আরও বলেন, "আড়াইশ বছর আগে যেমন ইংরেজ বেনিয়ারা আমাদের টাকা-ধন সম্পদ শোষণ করেছিল, ঠিক তেমনভাবে বিগত ১৫ বছর ক্ষমতা আঁকড়ে থেকে সেই দখলদার সরকার ক্ষমতার অপব্যবহার করে, ভুয়া নির্বাচনের নামে দেশকে লুণ্ঠন করে, দেশের ব্যাংকগুলো ফোকলা করে দিয়ে গিয়েছে। নিজের দেশের মানুষ হয়েও যাওয়ার আগে সব টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমি শৃঙ্খলাপূর্ণ মনের মানুষ। আল্লাহ সর্বশক্তিমান – আমি এই বিশ্বাসী মানুষ। আপনাদের চাওয়ার প্রতিফলন ইনশাআল্লাহ হবে। এখনো দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি, সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে। আল্লাহর ওপর ভরসা করেন। নিশ্চয় আল্লাহ ভালো কিছু করবেন। আমি আপনাদের সঙ্গে সবসময় ছিলাম, আছি এবং থাকব।"

সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন প্রামাণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আয়নালের সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও জসিম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজাসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Link copied!