দোয়ারাবাজারে নসকস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

মাসুদ রানা সোহাগ , দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩১ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) কর্তৃক আয়োজিত ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা।

নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় ছাতক-দোয়ারা অঞ্চলের সর্ববৃহৎ এই মেধাবৃত্তি পরীক্ষা।

এবারের বৃত্তি পরীক্ষায় ছাতক-দোয়ারা অঞ্চলের ৮০টিরও বেশি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন নসকস মেধাবৃত্তি পরীক্ষা’২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সেক্রেটারি হোসাইন আহমদ এবং সদস্য সচিব মাস্টার আজিজুর রহমান অলিল। আল মদিনা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথি ও সুধীজনদের বরণ করে নেয়।

পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে মুখরিত।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন নসকস উপদেষ্টা ডা. হারুন অর রশীদ, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক মাস্টার রফিজ আলী, সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উপজেলা পরিচালক আজিজুর রহমান, সাবেক পরিচালক আব্দুর রশিদ, উপদেষ্টা খলিলুর রহমান, আলহাজ্ব আতাউর রহমান, সাবেক সভাপতি ওয়ারিছ আলী, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েছসহ নসকসের বর্তমান-সাবেক দায়িত্বশীল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

পরীক্ষা পরিচালনায় দায়িত্বে ছিলেন— পরীক্ষা নিয়ন্ত্রক: মোহাম্মদ ফখর উদ্দিন, প্রধান শিক্ষক, বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; উপ-পরীক্ষা নিয়ন্ত্রক: আফিয়া বেগম, প্রধান শিক্ষক, নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; ১নং কেন্দ্র সচিব: জমির আলী, প্রধান শিক্ষক, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; উপ-কেন্দ্র সচিব: মাওলানা আব্দুস শহীদ; ২নং কেন্দ্র সচিব: আরিফ আল আশরাফ তানভীর; উপ-কেন্দ্র সচিব: ইয়াকুব আল হাসান। এছাড়া সহযোগী দায়িত্ব পালন করেন ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

নসকসের ধারাবাহিক প্রচেষ্টা

১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকেই নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা নিয়মিতভাবে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। করোনাকালীন দুই বছর ছাড়া প্রতি বছরই এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়ালেখায় আগ্রহ বাড়াতে এ ধরনের প্রতিযোগিতা আগামী দিনেও অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন অভিভাবকবৃন্দ।

Advertisement

Link copied!