হেবরনের ৩ হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৮ পিএম

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের তিনটি হাসপাতালের আশপাশে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার রাতে গাড়িচাপায় এক নারী সেনা আহত হওয়ার পরই এই অভিযান শুরু হয়। 

ওয়াফা সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী আল-আহলি, মুহাম্মদ আলী ও আল-মিজান হাসপাতালের প্রাঙ্গণে ঢুকে পড়ে এবং হাসপাতালগুলোর প্রবেশদ্বারে অবস্থান নেয়।

হামলার পর ইসরায়েলি বাহিনী হেবরনের উত্তর দিকের প্রবেশপথগুলোতেও বাড়তি চেকপয়েন্ট বসায়।

রাস আল-জোরা, ফারশ আল-হাওয়া, হালহুল, নবি ইউনুস ও আল-হাওয়াওয়ার প্রবেশপথগুলো লোহার গেট, সামরিক ব্যারিকেড ও কংক্রিটের ব্লক দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, রামাল্লাহর নিকটবর্তী আতেরেত নামে একটি অবৈধ বসতির কাছে ঘটে যাওয়া আরেক ঘটনায় এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সৈন্যদের লক্ষ্য করে ছুরি দিয়ে হামলা শুরু করেছিল, এরপর সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে।

Link copied!