গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যারঅন্যতম আসামি ভয়ংকর সন্ত্রাসী কেটু মিজান ওরফে কোপা মিজান আদালত পাড়ায় ‘আয়নাঘর’ আর ‘কুত্তার মতো মারধর’-এর বিস্ফোরক অভিযোগ তোলার পর গাজীপুরজুড়ে তোলপাড়। কিন্তু এঘটনায় আরও বড় ধাক্কা দিয়েছে গাজীপুর কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুনের বক্তব্য তিনি নাকি এই আলোচিত খুনেরআসামী কোপা মিজানকে চেনেনই না! সোমবার (১ ডিসেম্বর) গাজীপুর আদালতে হাজিরা শেষেপ্রিজন ভ্যানে উঠতে উঠতেই কোপা মিজানের বিস্ফোরক অভিযোগ "গাজীপুর কারাগারকে আয়নাঘর বানাইছে। কুত্তার মতো মারধর করে। সাংবাদিক ভাইয়েরা একটু খোঁজ নেন"।
এমন বক্তব্যে আদালত এলাকায় তুমুল আলোড়ন তৈরি হয়। মঙ্গলবার (২ডিসেম্বর) যখন কাশিমপুর কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুনের কাছে প্রতিদিনের কাগজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তিনি বিস্ময়করভাবে জানান "কোপা মিজান কে আমি চিনিই না। আমি হেডকোয়ার্টারে মিটিংয়ে আছি। কাশিমপুর ফিরে খোঁজ নিয়ে দেখবো"। আরও অবাক করা বিষয়, প্রতিবেদকের পক্ষ থেকে জানানো হয় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার নায়ক, কাশিমপুর কারাগারে থাকা চাঞ্চল্যকর সন্ত্রাসী কেটু মিজান আদালতে দাঁড়িয়েই অভিযোগ করেছে তাকে ‘মারধর’ করা হচ্ছে,‘আয়নাঘরে’ রাখা হচ্ছে।
সে আপনার ওখানে আছে আর আপনি চিনেন না তাকে? এমন প্রশ্নের উত্তরে কারাগার সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, এমন রগ কাটা-গার কাটা সন্ত্রাসী তো ২৫'শ আছে। আমি তাকে চিনিই না। আর কয়জনকে আমি চিনবো কিভাবে বলেন?" এরপর তিনি আগামীকাল (৩ ডিসেম্বর) বুধবার যোগাযোগ করতে বলে ফোন লাইন কেটে দেন। কাশিমপুর কারাগার- ২ এর প্রধানের এই আচরণ ও মন্তব্যে বিস্মিত সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ।
প্রশ্নউঠেছে বাংলাদেশের আলোচিত সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি কারাগারে আছে, অথচ ওই কারাগারের প্রধানই তাকে ‘চিনেন না’ এটা কীভাবে সম্ভব?, কারাগারের ভেতরে একজন আলোচিত খুনি ‘আয়নাঘর’ এর অভিযোগ তুলছে তাহলে কারা প্রশাসন কী করছে? এ অভিযোগের তদন্ত কে করবে? ঘটনাটি কারাগার কর্তৃপক্ষের ভূমিকা, দায়িত্বশীলতা এবং অভ্যন্তরীণ তদারকি নিয়ে নতুন করে চরম প্রশ্ন তুলেছে।
গাজীপুরে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত দুইবাক্য একদিকে কেটু মিজানের অভিযোগ: কুত্তার মতো মারধর করে, অন্যদিকে কারা প্রধানের দাবি: “আমি চিনিই না।” সাংবাদিক হত্যার নৃশংসতার বিচার চলছে কিন্তু এখন আলোচনার কেন্দ্র বিন্দু নতুন প্রশ্ন:-চাঞ্চল্যকর আসামিকে ‘না চেনার’ মাধ্যমে কারা প্রশাসন কী লুকাতে চাইছে? পুরো গাজীপুর জুড়ে এখন একটাই আলোচনা ‘কারাগারের ভেতরের রহস্য উন্মোচন জরুরি।
আপনার মতামত লিখুন :