গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, শ্রীপুর উপজেলা শাখা-এর উদ্যোগে পাঁচ দফা দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বরে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক উপজেলা ভূমি কর্মচারীসহ অন্যান্য দপ্তরের কর্মচারী অংশগ্রহণ করেন।
আন্দোলনকারী বক্তারা নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবনমান উন্নয়ন, বেতনভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা ও চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণসহ তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন তাদের ন্যায্য দাবি আদায়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে। এই সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গতি রেখে নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করার দাবি জানানো হয়েছে।
এই আন্দোলন মূলত বেতন বৈষম্য নিরসন, নতুন পে-স্কেল ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে অবিলম্বে নতুন জাতীয় বেতন কমিশন গঠন করে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেল কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙে ১০টি ধাপে বেতন স্কেল নির্ধারণ করা এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য ১:৫ করার দাবি জানানো হয়েছে।
মহার্ঘ্য ভাতা হিসেবে পে-স্কেল ঘোষণার আগ পর্যন্ত মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানান আন্দোলনকারীরা। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করে পূর্বেকার মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রথাটি অবিলম্বে পুনর্বহাল করার দাবিও উঠে আসে। শতভাগ পেনশন প্রথা পুনঃবহাল করে সর্বশেষ পে-স্কেলে বন্ধ করা শতভাগ পেনশন সমর্পণ বা বিক্রি করার প্রথাটি পুনরায় চালু করতে হবে।
পদ-পদবির সমতা ও নিয়োগবিধি প্রসঙ্গে সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি চালু করে পদ ও বেতন বৈষম্য দূর করার দাবি করা হয়। চতুর্থ শ্রেণির ব্লকপোস্টধারীদের দ্রুত পদোন্নতির সুযোগ সৃষ্টি করতে হবে। ন্যায্য মূল্যের রেশনিং ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য সকল সরকারি কর্মচারীর জন্য ন্যায্য মূল্যে মানসম্মত রেশন ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।
এই সমাবেশে ঢাকা মহানগরীর সকল দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরের গণকর্মচারীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির মধ্যে সচিবালয় অভিমুখে লংমার্চ দেওয়ার হুঁশিয়ারিও বক্তব্যে উঠে আসে।
আপনার মতামত লিখুন :