গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণদোয়ায় উপচে পড়া জনস্রোতে রাজবাড়ী মাঠ পরিণত হয় মানবসমুদ্রে। বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ গণদোয়ায় হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল দেখা যায়—যেন প্রার্থনার এক ঐতিহাসিক দৃশ্য। এর আগে দুপুরের পর থেকেই ধীরে ধীরে পুরো মাঠ ভরে ওঠে মানুষের কানায় কানায় উপস্থিতিতে।
কেউ হাতে চাদর, কেউ মোনাজাতের তসবিহ; কারও চোখভেজা আকুতি—জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একই হৃদয়ে প্রার্থনায় মগ্ন গাজীপুরের মানুষ। স্থানীয় মসজিদের খতিব দোয়া পরিচালনা করেন; তার কণ্ঠে কাঁপা আবেগ, আর দোয়ায় অংশ নেওয়া মানুষের সাড়া ছিল গভীর ও হৃদয়বিদারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, মহানগর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গশাখার নেতাকর্মীরা।
নেতারা বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতার জন্য আজ গাজীপুরের মানুষ যে ভালোবাসার প্রমাণ দিয়েছে, তা ইতিহাসে স্থান পাবে। মোনাজাতে অংশ নেওয়া মানুষ হাত তুলতেই রাজবাড়ী মাঠজুড়ে নেমে আসে নীরবতা—তারপর একসুরে উচ্চারিত হয় কান্নাভেজা দোয়া।
পুরো গাজীপুর যেন এক হৃদয়ে প্রার্থনায় কেঁদে ওঠে বিএনপি নেত্রীর সুস্থতার প্রত্যাশায়। রাজবাড়ী মাঠের এ গণজোয়ার গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে,একে অনেকেই খালেদা জিয়ার প্রতি জনসমর্থনের এক শক্তিশালী ও আবেগঘন বার্তা হিসেবে দেখছেন।
আপনার মতামত লিখুন :