ময়মনসিংহে আট দলের সমাবেশে ফুলবাড়ীয়া জামায়াতের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৪ পিএম

মোবারক হোসাইন, ফুলবাড়ীয়া: ময়মনসিংহে আটটি ইসলামী ও সমমনা দলের বিভাগীয় সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামী। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এ সমাবেশে ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের নেতাকর্মীরা ও সমর্থকরা নগরীর জিলা স্কুল এলাকায় একত্রিত হন। পরে একটি মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থল সার্কিট হাউস মাঠের উদ্দেশ্যে সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমির ও ফুলবাড়ীয়া আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

এতে অংশ নিয়ে কর্মী-সমর্থকরা বলেন, দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশ ঐক্যবদ্ধ। তাই জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আগামীর দিনের কল্যাণ রাষ্ট্র নির্মাণ করা সম্ভব।

উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা জানান, ফুলবাড়ীয়ায় ইতিমধ্যে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন যে, আগামী দিনে এই আট দলের প্রার্থীরা বিজয়ী হয়ে সংসদে গিয়ে দেশের মানুষের সেবায় অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবেন।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও সমাবেশে আট দলের কেন্দ্রীয়, জেলা এবং মহানগরীর নেতারাও বক্তব্য রাখেন।

Link copied!