গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

মতিউর রহমান খান , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫১ পিএম

০৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছেন।

কর্মবিরতিতে অংশগ্রহণ করেন ১০/১২ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, মোঃ সোহের রানা (মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব) এবং মোঃ দেলওয়ার হোসাইন (টেকনোলজিস্ট, ডেন্টাল)। কর্মবিরতির কারণে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু সেবা বিঘ্নিত হয়, তবে তারা ১০ম গ্রেডের দাবি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতিনিধিরা জানান, কর্মবিরতি সফল করতে তারা আগামীতে আরও ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে পারেন।

Advertisement

Link copied!