পূবাইলের আলোচিত ওসি খালিদ কাশিমপুর থানায় বদলি; গাজীপুরে একযোগে ৮ থানার ওসির রদবদল

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে একযোগে আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিবর্তন করা হয়।

সবচেয়ে আলোচিত পদায়ন হয়েছে পূবাইল থানার আলোচিত ওসি মোল্লা মো. খালিদ হোসেনকে ঘিরে। তাকে পূবাইল থেকে বদলি করে কাশিমপুর থানায় পাঠানো হয়েছে। পূবাইল থানার আলোচিত ওসির স্থলে টঙ্গী পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে আরো যেসব ওসিকে বদলি করা হয়েছে—জিএমপি সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায়, কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায়, বাসন থানার ওসি মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায়, গাছা থানার ওসি মো. আমিনুল ইসলামকে সদর থানায় বদলি করা হয়েছে।

এছাড়াও ডিবি (উত্তর) বিভাগের মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায়, টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওহিদুজ্জামানকে ডিবি উত্তর এবং কোনাবাড়ী থানার ওসি মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শকগণকে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হলো।

Advertisement

Link copied!