ময়মনসিংহের তারাকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুয়েলারি, কাপড় ও মুদি দোকানসহ মোট ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গত শুক্রবার ভোর ৪টার দিকে তারাকান্দা মধ্যবাজারের দ্বিতীয় গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত প্রায় ৪টার দিকে হেলাল মিয়ার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কারণ নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকে ধারণা করছেন, দোকানে জ্বলতে থাকা কয়েল থেকে আগুনের উৎপত্তি হতে পারে। আবার অনেকেই মনে করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
কাপড় ব্যবসায়ী আশরাফুল হক বলেন, ‘আমার দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।’
খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দাবি, সময়মতো দলটি এলে এত বড় ক্ষতি হতো না।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারাকান্দায় সেনাবাহিনীর একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে।
ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের জীবনের সব পুঁজি, পণ্য ও মালামাল পুড়ে যাওয়ায় তারা এখন নিঃস্ব। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন ও তারাকান্দা থানার কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। জেলা প্রশাসকের কাছে পাঠানো হলে বিধি মোতাবেক সহায়তা প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :