গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. খায়রুল হাসান বলেছেন, যারা আমাকে ভোট দেবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা দেবে না তারাও ঠিক তেমনই নিরাপদ থাকবে। তিনি শান্তি, নিরাপত্তা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে বলেন, জামায়াতের হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ।
শুক্রবার সকালে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
"চলো একসাথে গড়ি গাজীপুর-৫"—এই স্লোগানে পূবাইল থানা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে জনতার ঢল নামে এবং পুরো এলাকা জনস্রোতে রূপ নেয়।
কর্মী সভায় পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল করিম ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম মৃধা।
প্রধান আলোচক খায়রুল হাসান তার বক্তব্যে বলেন, জামায়াত নিছক রাজনৈতিক দল নয়, ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও জনকল্যাণে আমরা অতীতেও কাজ করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। তিনি দাবি করেন—জামায়াতের মন্ত্রীরা অতীতে দুর্নীতিমুক্ত প্রশাসনের নজির স্থাপন করেছিলেন।
গাজীপুর-৫ এর করুণ অবকাঠামোগত বাস্তবতা তুলে ধরে তিনি আরও বলেন, আমি নিজে ৫৭টি গ্রাম ঘুরেছি। রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। ক্ষমতায় গেলে মানুষকে বলার সুযোগ না দিয়েই উন্নয়ন করে দেখাবো।
তিনি আরও বলেন, দূরপাল্লার মানুষদের জন্য ব্যস্ত সড়ক দ্রুতগামী হলেও স্থানীয়রা ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকে—এ অভিযোগ তুলে তিনি জানান, সড়কটি ফোরলেন করার দাবিতে তাদের মানববন্ধন ও আন্দোলন চলমান।
সম্মেলনে মহানগর, জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানজুড়ে কর্মীদের উদ্দেশে বারবার উচ্চারিত হয়েছে, দুর্নীতি-চাঁদাবাজি-সন্ত্রাসমুক্ত গাজীপুর-৫ গড়তে আমরা প্রস্তুত।
সবশেষে এমপি প্রার্থী খায়রুল হাসানের দৃঢ় কণ্ঠে উচ্চারিত এই বার্তা উপস্থিত জনতার মাঝে নতুন উদ্দীপনা ছড়ায়—ভয় করিনা দাপটে, জবাব দেব বেলটে—জামায়াতের হাতেই নিরাপদ আগামী বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :