ময়মনসিংহের তারাকান্দায় মেয়ের জামাইয়ের হামলায় শ্বশুর নিহত হয়েছেন। উপজেলার রামপুর ইউনিয়নের পশ্চিম তারাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হাই (৬৫)। তিনি ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী তহুরা বেগম (৫০) জানান, প্রতিবেশী রাশেদুল (২৫) তাঁর মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে এলাকাবাসী জোর করে তাদের বিয়ে দেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাত ৮টার দিকে প্রতিবেশী নজরুল ও মোস্তফা তাঁর স্বামীকে বাড়ির বাইরে ডেকে নেন। এসময় আগে থেকে ওতপেতে থাকা মেয়ের জামাই রাশেদুলসহ আতাবুর, হযরত আলী, আনিসসহ আরও কয়েকজন রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল হাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আলাল উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার মতামত লিখুন :