গোপালগঞ্জের মুকসুদপুরে শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসায় "সুশিক্ষার পথে চলায় অভিভাবকের ভূমিকা অমূল্য"—এ স্লোগানকে সামনে রেখে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ৩টায় কৃষ্ণাদিয়া মাদরাসা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি শেখ নাজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও দাতা সদস্য শেখ আবদুর রহমান। এছাড়া মাদরাসা গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শেখ নাজিম উদ্দিন বলেন, "আমাদের মাদরাসা শিক্ষা শুধু পাঠ্যবই বা আরবি শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা ও আরবির সমন্বয়ে শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা, ইমান এবং আদর্শিক মূল্যবোধের বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য। একজন শিক্ষার্থীর সফলতার পেছনে অভিভাবকদের ভূমিকা অপরিহার্য। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষক, গভর্নিং বডি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই। যাতে প্রতিটি শিক্ষার্থী সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। আমরা মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে ইনশাআল্লাহ আরও এগিয়ে যেতে পারবো।"
এ ছাড়া অভিভাবকরাও শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা উন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি তাদের পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :