কাপাসিয়ায় জামায়াতের ছাত্র-যুব সমাবেশ: কোনো ষড়যন্ত্রই অগ্রযাত্রাকে থামাতে পারবে না

মোঃ ইব্রাহিম হোসেন , কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৭ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী মু. সালাউদ্দিন আইউবী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ। এ ছাড়াও গাজীপুর জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ইসলামী আন্দোলন কাপাসিয়ার সভাপতি মাওলানা কাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বিগত দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের জন্য দোয়া করেন। তিনি বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিগত দিনের ভূমিকার ভূয়সী প্রশংসা করে রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বারবার হুমকির সম্মুখীন হয়েছে। বাতিলের কাছে ছাত্রশিবির কখনো মাথা নত করেনি। আপামর মানুষ ন্যায় প্রতিষ্ঠায় বারবার জীবন দিয়েছে। ফ্যাসিবাদী হাসিনা যা রেখে গেছে, আজকে একটি রাজনৈতিক দল তা তাদের কাঁধে নিয়েছে। ফ্যাসিবাদের পতনের পর তারা পাথর মেরে মানুষ হত্যা করেছে, পাথর চুরি করেছে। এখন সময় বদলেছে, মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায়। কাপাসিয়ার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী ২০২০-২১ সালে কেন্দ্রীয় ছাত্রশিবিরের নেতৃত্ব দিয়েছেন, আন্তর্জাতিকভাবে তার পরিচয় রয়েছে।

গাজীপুর -৪, কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী তার বক্তব্যে প্রতিপক্ষ বিএনপিকে ইঙ্গিত করে বলেন, তোরণ ভেঙে দিয়ে আপনারা নিজেদেরই মাজা ভেঙে দিয়েছেন। এখন ধানের শীষের সময় শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ দাড়িপাল্লা। তোরণ ভেঙে দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে দাড়িপাল্লা প্রতীক মুছে ফেলতে পারবেন না। আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দাড়িপাল্লা বিজয়ী হবে ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

Advertisement

Link copied!