ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের তীব্র বাগ্বিতণ্ডা ঘটে। এ ঘটনার পরপরই ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন মহাপরিচালক। ইতোমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শনিবার সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র–সম্পর্কিত রোগের চিকিৎসাবিষয়ক সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর। সেমিনারে যোগদানের আগে তিনি হাসপাতালে জরুরি বিভাগ, রোগী ব্যবস্থাপনা, সেবার মান ও স্টাফদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন প্রশ্ন তোলেন।
এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তাঁর বিভাগের সীমাবদ্ধতা, জনবল–সংকট এবং অতিরিক্ত চাপের বিষয় তুলে ধরেন। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যা মুহূর্তেই হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় মহাপরিচালক সেখানেই ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান প্রতিদিনের কাগজকে বলেন“পরিদর্শনের সময় সেবার মান নিয়ে মহাপরিচালক স্যার এবং ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়।”
আপনার মতামত লিখুন :