দেবিদ্বার উপজেলার ছয়ঘরিয়া (দক্ষিণ নারায়ণ) গ্রামে এক নারীকে জোরপূর্বক নির্যাতনের অভিযোগে ফয়সাল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে স্থানীয় জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারী নিজ বাড়িতে একা ঘুমিয়ে ছিলেন। ওই সুযোগে জাফরগঞ্জ ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের জিয়া মিয়ার ছেলে ফয়সাল কৌশলে ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক নির্যাতন করে। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। অভিযোগ পাওয়ার পর এলাকাবাসীর সহযোগিতায় ফয়সালকে আটক করে পুলিশে দেওয়া হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মইন উদ্দিন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। আটক ফয়সালকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”
রবিবার সকাল ১১টায় তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানায়।
আপনার মতামত লিখুন :