দোয়ারাবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও গণসংযোগ, বিএনপিতে যোগদান

মাসুদ রানা সোহাগ , দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৩১ পিএম

দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চক বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বক্তব্যে তিনি বলেন, “আমি এমপি হওয়া মানে আপনাদের এমপি হওয়া। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারীর শিক্ষা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। তাই ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

কর্মসূচির এক পর্যায়ে সাবেক ছাত্রনেতা সিনিয়র অ্যাডভোকেট মানিক মিয়াসহ বেশ কয়েকজন বিএনপিতে যোগদান করেন। নবাগতদের ধানের শীষ দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলিম উদ্দিন আহমেদ মিলন।

এ সময় নবাগতদের মধ্যে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের ভূজনা এলাকার সন্তান সাবেক ছাত্রনেতা সিনিয়র অ্যাডভোকেট মানিক মিয়া। বক্তব্যে মানিক মিয়া বলেন, ধানের শীষ জয় মানে আমাদের সকলের জয়।

Advertisement

Link copied!