আতিকুর রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (০৭ ডিসেম্বর) ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন।
রেজাউল করিম টেকনাফের আলোচিত সাবেক ইউপি সদস্য ইউনুস হত্যা মামলার ৫নং আসামি ছিলেন। গত ৩ ডিসেম্বর তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে র্যাব তাঁকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভোরে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
রেজাউল করিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :