কুমিল্লা-৫ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৬ পিএম

রেজাউল হক, ব্রাহ্মণপাড়া: কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন।

রবিবার (৭ই ডিসেম্বর) ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণপাড়া সদর, ধান্যদৌল, নাইঘর এলাকায় দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী প্রচার চালান তিনি। এ ছাড়াও ইউনিয়ন ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন চেয়ে অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের এ যাত্রাকে সফল করবেন—এ প্রত্যাশা করছি।

Advertisement

Link copied!