পেঁয়াজ আমদানির খবরে এক রাতে কেজিতে ৪০ টাকা কমল দাম

মোঃ তাহাকিক হাসান , হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৪০ পিএম

পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারে জাদুর মতো কাজ হয়েছে। রাতারাতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে এসেছে পেঁয়াজের দাম।

গতকাল সরকারের আমদানি নিয়ন্ত্রণ সংস্থা একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, "আগামীকাল ০৭/১২/২০২৫ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন ৫০টি করে পেঁয়াজের আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। প্রতিদিন সকাল ১০.০০ ঘটিকায় পেঁয়াজের আইপি-র জন্য সার্ভার খুলে দিয়ে আইডি সমূহকে আনলক করে দেওয়া হবে। ৫০টি অ্যাপ্লিকেশন রিসাবমিট করার পরে আবার স্বয়ংক্রিয়ভাবে সার্ভার বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র ০১ আগস্ট ২০২৫ থেকে যারা ইতোমধ্যে আইপি অ্যাপ্লিকেশন করেছেন তারাই রিসাবমিট করতে পারবেন। একজন ইমপোর্টার শুধুমাত্র একবারের জন্য এ সুযোগ পাবেন সাবমিশনের জন্য।"

আজ বাজারে দেশীয় পেঁয়াজ মান এবং আকার অনুযায়ী ৭০ থেকে ৯০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা গতকালও ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল।

ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশীয় পেঁয়াজ এখন বাজারে পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ায় দামের ওপর এর প্রভাব পড়েছে, যার কারণে একদিনের ব্যবধানে ৪০ টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকতে শুরু করলে দাম আরও ২০ থেকে ২৫ টাকা কমে আসতে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন, যদিও এখনো পর্যন্ত সেই আমদানি করা পেঁয়াজ বাজারে আসেনি।

ব্যবসায়ীরা জানান, গত কিছুদিন ধরে পেঁয়াজের দাম বাড়ার কারণ ছিল সরকারের কৃষকদের স্বার্থ রক্ষার জন্য পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত। এই সুযোগটি কাজে লাগিয়ে মজুতদাররা দাম বাড়িয়ে দেয়, যার কারণে পেঁয়াজের দাম লাফিয়ে ১৩০, ৩৫, ৪০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকে। যেহেতু এখন আমদানির অনুমতি দেওয়া হয়েছে, সে কারণে পেঁয়াজের দাম কমছে।

তবে হিলি বাজারে বিক্রি অনেকটাই কম। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দেখা যাচ্ছে যে, হিলি বাজারে সাধারণত এই সময়টিতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা পেঁয়াজ সংগ্রহ করতে ভিড় করেন, কিন্তু আজ সেই দৃশ্য দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন যে, যেহেতু পেঁয়াজের দাম কমতে শুরু করেছে এবং সামনে আরও কমে আসতে পারে, সেই সময়ের জন্য হয়তো অনেকে অপেক্ষা করছেন।

Advertisement

Link copied!